যুক্তির পথে এ্যারিস্টটলের অনুগামিনী
সে’যুগের পুংসর্বস্ব পরিমণ্ডলে একজন নারী গবেষক ‘লরিয়া’র মতো খেতাবের জন্য বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষায় বসছেন— এমন একটি ঘটনার ফলে চারিদিকে আলোড়ন পড়ে যায়। সেই কারণেই বিশ্ববিদ্যালয়ের রোজকার শ্রেণীকক্ষের বাইরে, পাদুয়া গির্জাকে এই পরীক্ষা বা এলেনা করনারোর বক্তৃতা প্রদানের মঞ্চ হিসেবে নির্ধারণ করা হয়। তারিখটা ছিল ২৫ জুন, ১৬৭৮। পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা ‘পিএইচডি গবেষক’-এর কাহিনী। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক। (পর্ব ৯)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 30 December, 2024 | 755 | Tags : World’s First Female PhD Scholar Padua University Aristotle Philosophy and Theology Elena Cornaro Piscopia Series on Female Scientists